sliderস্থানীয়

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ  একটি অনন্য দৃষ্টান্ত

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নের উপর আলোকপাত করে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ একটি অনন্য দৃষ্টান্ত।
 
সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ডিসঅ্যাবল্ড রিহেবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশনের (ডিআরআরএ) আঞ্চলিক কার্যালয়ে ডিআরআরএ ও নিকেতন ফাউন্ডেশন, নেদারল্যান্ডসের অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি একথা বলেন।
 
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা, নিকেতন ফাউন্ডেশনের সাধারণ  সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন,ডিআরআরএ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন প্রমুখ।
 
বক্তারা বলেন, নিকেতন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গত ২৫ বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পুনর্বাসন ও সেবা দিয়ে আসছে ডিআরআরএ প্রতিষ্ঠানটি। 
 
নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, বাংলাদেশ ঋতু বৈচিত্রের দেশ।  আমরা এখানে দীর্ঘ বছর কাজ করি। সেবার মান এবং পরিসর বাড়াতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত  আছে আমরা পুনর্বাসন, শারীরিক প্রতিবন্ধকতা সেবা এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।  আমরা চেষ্টা করছি টেকসই সমাধান তৈরি করতে।
 
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
এরআগে, আগত অতিথিরা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করে ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষাকার্যক্রম পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button