বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন নিলু ইন্তেকাল করেছেন

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের দুই বারের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন নিলু ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকালে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর, সে দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভূগেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের মরহুম শুকুর দেওয়ানের ৯ সস্তানের মধ্যে নীলু ছিল সেঝো। মরহুম নিলু বানিয়াজুরী বাসষ্ট্যান্ড বণিক সমিতি ও রাথুরা সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, রাথুরা সমাজ কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম এবু, আইনজীবী মনোয়ার হোসেন, বণিক সমিতির সাধারন সম্পাদক মো: লোকমান মোল্লাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিকেলে জানাযা নামাজ শেষে তাকে রাথুরা কবরস্থানে দাফন করা হয়।