বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্ক কিছু দিন আগেও নেই বলে খবর প্রকাশ হয়েছে। কিন্তু এর কিছুদিন পরেই আবার তাদের মুম্বাইয়ে বান্দ্রার একটি রেস্টুরেন্ট থেকে এক সাথে বের হতে দেখা যায়। এবার বিরাটের আয়োজিত এক অনুষ্ঠানেও আনুশকা আমন্ত্রণ পেলেন।
আগামী তিন জুন একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করছেন কোহলি। সেখানে ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এছাড়াও আসবেন বলিউড সুপারস্টাররাও। জানা গেছে, আনুশকাকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কোহলি।
ভারতের একটি সংবাদপত্র জানাচ্ছে, তহবিল গঠণের এই দাতব্য অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের মতো বলিউড তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অমিতাভ বচ্চনের থেকেও কোহলির বিশেষ আমন্ত্রিত অবশ্যই বলিউড সুপারস্টার আনুশকা। কারণ ফাটল ধরা সম্পর্ক ঝালাইয়ের এটা বিশেষ সুযোগ।
আনুশকার সাথে ২০১৩ সালে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে কোহলির পরিচয়। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। কিন্তু কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকাকে আন ফলো করে দেন কোহলি। তারপর তার সাথে আর আনুশকাকে দেখা যায়নি।
প্রেমের ভাঙন নিয়ে সেই থেকে নানা জল্পনা কল্পনা চলছে। সম্প্রতি টুইটার ও ইনস্টাগ্রামে কোহলি আবার আনুশকাকে ফলো করতে শুরু করেছেন। তাতে অনুমান করা হচ্ছে তাদের সম্পর্ক বুঝি জোড়া লাগলো! এখন কোহলি আয়োজিত দাতব্য অনুষ্ঠানে আনুশকা আসলে সেটা হবে বড় খবর।
তবে এই অনুষ্ঠানের আনুশকা যোগ দেবেন কিনা সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না!