sliderমহানগরশিরোনাম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সম্পাদকমন্ডলীর সভায় সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে গতরাতে দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফ এর গুলীতে বাংলাদেশী যুবক মিনহাজের মৃত্যু ও আরও দুইজন বাংলাদেশী নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।তিনি এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং বলেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরকালে সীমান্তে এই ধরনের হত্যাকান্ড বিএসএফ তথা ভারতের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ।
তিনি বলেন,দুই প্রধানমন্ত্রীর আলোচনার পর প্রদত্ত বিবৃতিতে যখন দুই দেশের বন্ধুত্বের জয়গান করা হচ্ছে তখন সীমান্তে বাংলাদেশীদের হত্যাকাণ্ড প্রমাণ করে এই বন্ধুত্ব সমমর্যাদার নয় ; বরং প্রতিবেশীদের প্রতি ভারতের আধিপত্যবাদী মনোভাবেরই প্রমান।
তিনি বলেন, প্রকাশিত যৌথ বিবৃতিতে আসাম সীমান্তের অবশিষ্ট অংশে কাঁটাতারের বেড়া নির্মানের ঘোষণাতেও উৎকন্ঠা প্রকাশ করেন এবং বলেন, ফিলিস্তিন-ইসরায়েল আর আমেরিকা-মেক্সিকো সীমান্ত ছাড়া কাঁটাতারের এরকম বন্ধুত্বের নমুনা পৃথিবীতে আর তেমন নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারকার দিল্লি সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে রাজনৈতিক অংগিকারের বাইরে বিশেষ কিছু পাওয়া গেলনা।
তিনি বলেন,তিস্তার পানিবন্টন চুক্তিও অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হল।
তিনি বলেন,সরকারের ক্ষমতায় থাকার পিছনে দেশের মানুষের সমর্থন না থাকলে কুটনৈতিক দরকষাকষির ক্ষেত্রেও সমমর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ নিশ্চিত করা যায়না।
আজ বিকেলে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৪ অক্টোবর পার্টির ঢাকা মহানগরের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করে সম্মেলন সফল করার আহবান জানানো হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, আবুল কালাম আজাদ, মোঃ সালাউদ্দীন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button