
খাদের কিনারে পৌঁছে যাওয়ার পর হঠাৎই যেন অন্যরূপে হাজির রংপুর রেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে প্রথম ছয় ম্যাচে যাদের জয় ছিল মাত্র একটিতে, সেই দলটা টানা দুই ম্যাচ জিতে নিল। মঙ্গলবার রাজশাহী রয়্যালসকে তারা হারাল দারুণ দাপটে। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল শেন ওয়াটসনের রংপুর।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর ৪৭ রানে হারিয়েছে রাজশাহীকে। টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রানের পুঁজি গড়েছিল রংপুর। জবাবে ৮ উইকেটে ১৩৫ রানে থেমেছে রাজশাহীর ইনিংস।
দুর্দান্ত ব্যাটিংয়ে আসরে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছিলেন রংপুর ওপেনার মোহাম্মদ নাঈম। খেলেন দলীয় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস। এরপর বোলিংয়ে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। সঙ্গে লুইস গ্রেগরির অলরাউন্ড নৈপুণ্য। ব্যাট হাতে ২৮ রানের পর বল হাতে নেন ২ উইকেট। রাজশাহীকে তাই পেতে হলো তৃতীয় হারের স্বাদ। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে দলটি।