sliderস্থানীয়

বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৪৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী ও একনিষ্ঠ কর্মী ছিলেন।

গতকাল শনিবার (১২ আগস্ট) বিকাল আনুমানিক পাঁচটার দিকে বাড়ির পাশে নিজ স্যালোমেশিন ঘরে মেশিন চালু করতে গিয়ে তার মৃত্যু হয়।

রফিকুল ইসলাম মনিরামপুর পৌরসভার স্বরুপদাহ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বাড়ির পাশের ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য নিজের স্যালোমেশিন ঘরে গিয়ে বিদ্যুৎ চালু করলে সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায় বাড়ির পাশের জসিম নামের ব্যক্তি তাকে স্যালোমেশিন ঘরের পাশে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

এরপর তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button