sliderস্থানীয়

বিদেশে যাওয়ার ক্ষেত্রে রংপুর এখনো পিছিয়ে আছে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

রংপুর প্রতিনিধি : প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে রংপুর এখনো পিছিয়ে আছে। রংপুর থেকে বিদেশে যাওয়ার হার অনেক কম তাই প্রবাসে কর্মসংস্থানে যাওয়ার জন্য এ অঞ্চলের মানুষকে সবধরণের সহযোগিতা দেয়া হবে।
সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসন আয়োজিত এক জুম মিটিংয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে পরিবার ছেড়ে বিদেশে গিয়ে দেশে রেমিট্যান্স পাঠান, দেশের অর্থনীতি সমৃদ্ধ করে তোলেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় গড়ে তোলা প্রবাসী কল্যাণ ব্যাংক কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের পুনর্বাসন নীতিমালার আওতায় এনে প্রবাসীদের মাঝে বিশেষ ঋণ বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। এরই অংশ হিসেবে প্রবাসীদের বিশেষ ঋণ সেবা চালু করা হলো। এতে প্রবাসীরা খুব সহজে ঋণ নিয়ে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ এম সালেকিন, অতিরিক্ত সচিব শহিদুল আলম এনডিসি, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামসুন্নাহার, ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন । পরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অভিবাসী ও তাদের সন্তানদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহকারী কমিশনার (গোপন) মাহমুদ হাসান মৃধা, প্রবাসী কল্যাণ ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক হাসান আলী এসিএমএ এভিপিসহ অন্যান্য কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button