আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিদেশী শিক্ষার্থীদের চীনে আমন্ত্রণ জানালেন শি চিনপিং

বিদেশি তরুণ শিক্ষার্থীদের চীনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং। চীন সম্পর্কে আরও জানতে এবং এটি সম্পর্কে তাদের পর্যবেক্ষণ বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে উৎসাহিতও করেন তিনি।
চীনা ডেইলি জানায়, বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ৫২ জন পাকিস্তানি শিক্ষার্থীদের একটি চিঠির প্রতিউত্তরে এমনটা জানান চীনা প্রেসিডেন্ট।
ওই চিঠিতে পাকিস্তানি শিক্ষার্থীরা করোনা মহামারির সময় চীনে অবস্থান করার অভিজ্ঞতা জানান শি চিনপিংয়ের কাছে। প্রতিষ্ঠানের কাছে যে সুযোগ সুবিধা, সমর্থন এবং সহযোগিতা তারা পেয়েছেন এর জন্য তারা ধন্যবাদ জানান।
চীনা প্রেসিডেন্ট বলেন, পড়াশোনা করে বিদেশি শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই করেনি বরং এখানে থাকাকালে অনেক চীনা বন্ধু বানিয়েছে এতে তিনি অনেক আনন্দিত।
শি চিনপিং আশাবাদ ব্যক্ত করেন যে, বিদেশী শিক্ষার্থীরা তাদের চীনা বন্ধুদের সঙ্গে আরও বেশি যোগাযোগ করবে এবং বিশ্বজুড়ে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে একটি মানবিক ভবিষ্যত গড়ে উঠবে।
প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি চীনের উহান শহর থেকে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এতে আটকে পড়ে বিদেশি অনেক শিক্ষার্থী। যাদের মধ্যে ছিলেন এসব পাকিস্তানি শিক্ষার্থীরাও।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৪৮ লাখ এবং মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেলেও দেশটিতে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। লকডাউন উঠে গিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলতে গেলে চীনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button