
নিজেদের বিদায়ী ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা প্লাটুনকে হারিয়ে আক্ষেপ বাড়াল রংপুর চ্যালেঞ্জার্স। সাত দলের আসরে ষষ্ঠস্থানে থাকা দলটি মিরপুরে শুক্রবার ১১ রানের জয় পেয়েছে।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আগেই শেষ চার নিশ্চিত করে রেখেছে ঢাকা। এই ম্যাচে জয় পেলে শীর্ষে উঠত দলটি। বর্তমানে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিন প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে রংপুর। সর্বোচ্চ ৪৬ রান করেন ইংল্যান্ডের লুইস গ্রেগরি। ৩৫ রান এসেছে মোহাম্মদ আল-আমিনের ব্যাট থেকে। ঢাকা জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে।
ঢাকার সর্বোচ্চ স্কোরার তামিম ইকবাল। ৩৩ বলে ৩৪ করেন তিনি।
মোস্তাফিজুর রহমান এদিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে এক উইকেট নেন। ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। আরাফাত সানিও নিয়েছেন ২ উইকেট। তিনি দিয়েছেন ২৯ রান।
ঢাকার বোলারদের মধ্যে ২২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন থিসারা পেরেরা। ২ উইকেট নেন শাদাব খান। একটি করে উইকেট নেন মেহেদি হাসান ও মাশরাফী।