sliderস্থানীয়

বিদায়ী ইউএনও মামুন শিবলী খুমী জনগোষ্ঠীর গ্রামের পাদদেশে

লোঙা খুমি,রুমা, সংবাদদাতা : রুমায় ভ্রমণ পিপাসু ইউএনও মামুন শিবলী খুমী জনগোষ্ঠীর গ্রামের পাদদেশে । আজ বুধবার উপজেলায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে রুমা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ৩৫৮নং মৌজায় অবস্থিত খোলাইন ও লিয়ানটং খুমী জনগোষ্ঠীর গ্রামের বিভিন্ন সমস্যা খোঁজ খবর নিতে যান । তিনি ঐখানে পৌঁছলে অবহেলিত খুমি জনগোষ্ঠীর সাথে বিভিন্ন সরকারি/বেসরকারি কর্তৃক সুযোগ-সুবিধা নিয়ে সহযোগিতা করেন। ঐ সময় ইউএনও স্যারকে কাছে পেয়ে আপ্লুত হয়ে শৈলুং খুমী বলেন, স্বাধীনতা পর থেকে কোন ইউএনও তথা সরকারি কর্মকর্তা আমাদের গ্রামের এসে খোঁজ খবর নেয়নি ! স্যারের আগমনে আমাদের গ্রামের ছোট, বড়, বাচ্চা, বুড়ো ও বুড়ি সবাই স্যারকে দেখে খুবই খুশি। এই সহজ সরল জনগোষ্ঠীদের তেমন একটা বড় চাহিদা নাই তথাপি গ্রামের পশ্চাৎপদ জনগোষ্ঠীর কথা শুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল নির্মাণ, হাইজিন নিরাপদ পানি সরবরাহ সহ প্রধানমন্ত্রী উপহার (গৃহহীণ) ১০টি ঘর নির্মাণের অনুমোদন দেন । স্যারের বদলী হওয়ার খবরটি শুনলে গ্রামবাসীরা ভবিষ্যতে আবারো ঘুরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। তারা ইউএনও স্যারের যেখানে থাকুক সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button