বিজয় দিবস উপলক্ষে ঘিওরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৯টা থেকে ঘিওর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঘিওর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। এছাড়াও রোগ নির্ণয় পরীক্ষায় ২৫% ছাড় দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর আধুনিক হাসপাতালের পরিচালক শেখ জীবন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক সাব্বির আহমেদ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন ডা. এফ এ আল মামুন, সাদিয়া আফরিন, নুসরাত জামিন ও মোহাম্মদ আল মামুন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, গাইনি, হৃদরোগ, নাক, কান, গলাসহ মেডিসিনের বিভিন্ন বিষয়ে প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।



