
নিজস্ব প্রতিনিধি: গতকাল বিজয় নগর ৭১’চত্বরে আওয়ামী সন্ত্রাসীদের এবি পার্টির মঞ্চে হামলা, ভাংচুর ও আজকের হরতালের সমর্থনে বিজয় নগরে পদযাত্রা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
আজ ২৯ অক্টোবর বিরোধী রাজনৈতিক দলগুলোর আহুত হরতালের প্রতি সমর্থন জানিয়ে ঢাকার রাজপথে অবস্থান ও পদব্রজ সংহতি কর্মসূচি পালন করছে এবি পার্টি। সকাল ১১ টায় এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ও আব্দুল্লাহ আল মামুন রানার নেতৃত্বে দলের নেতা ও কর্মীরা সংহতি জানাতে পল্টন-বিজয় নগর সড়কে অবস্থান নেন। এসময় দলের সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন ও আব্দুল বাসেত মারজান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গতকাল এবি পার্টি অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে ব্রিফ করতে আজ ২৯ অক্টোবর বিকেল ৪ টায় ৪৫, বিজয় নগরস্থ এবি পার্টি কেন্দ্রীয় অফিসের সম্মুখস্থ চত্বরে জরুরী সংবাদ ব্রিফিং করবে এবি পার্টি। এতে সকল গণমাধ্যমের সদস্যদের অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।