sliderরাজনীতিশিরোনাম

‘বিচার না হওয়া পর্যন্ত আ’লীগের জনসম্মুখে আসার অধিকার নেই’

যতদিন গণহত্যার বিচার না হবে ততদিন আওয়ামী লীগের জনসম্মুখে আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১০ নভেম্বর) বিকেলে গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে ফ্যাসিবাদবিরোধী গণজমায়েতে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ বলেন, ‘গণহত্যার সাথে যারা জড়িত, যতদিন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হয় ততদিন তাদের জনসম্মুখে আসার কোনো অধিকার নেই। আওয়ামী লীগের বিচার লগি-বৈঠা থেকে শুরু হতে হবে। তাদের নৃশংসতা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডে, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর তাদের নৃশংসতা দেখেছি।’

আওয়ামী লীগ বাংলাদেশে অবশ্যই ফিরবে উল্লেখ করে আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে, সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের দোসরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই”।

দুই হাজার শহীদের রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে তাদেরকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন আব্দুল্লাহ।

জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ওপর হামলা নিয়ে আব্দুল্লাহ বলেন, জালেমদের ওপর উদারতা দেখানোর সুযোগ নেই।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button