sliderখেলা

বিগ ব্যাশে কোচ হচ্ছেন জনসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর অবসরের ঘোষণা দেয়া অস্ট্রেলিয়ান পেসার মিশেল জনসন আসন্ন বিগ ব্যাশ লীগে (বিবিএল) পার্থ স্কোরচার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ৩৪ বছর বয়সী এই পেসারের মূল আগ্রহ অবশ্য কোচিংয়ে। এ কারণেই বিবিএল এর দলের সাথে যুক্ত হয়ে কার্যত তরুণদের মেন্টর হিসেবে কাজ করতে চান।
এ সম্পর্কে এক বিবৃবিতে জনসন বলেছেন, আমি মূলত কোচিংকেই পেশা হিসেবে বেছে নিতে চাই। যেকারণে বিবিএল সাথে যুক্ত হওয়া।
এর আগে কখনই বিগ ব্যাশে খেলেননি জনসন। সাধারাণত ডিসেম্বর-জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় ঘরোয়া টি২০ লীগটি আয়োজিত হয়ে থাকে। গত বছর কেভিন পিটারসন, উসমান খাজা ও জ্যাক ক্যালিসদের মত খেলোয়াড়রা বিবিএল এর আকর্ষন অনেকাংশেই বাড়িয়ে দিয়েছিলেন। তবে জনসনের অবশ্য সবসময়ই ইচ্ছা ছিল পার্থের হয়ে খেলার। নিজের শহর বলেই হয়ত পার্থ স্কোরচার্সের প্রতি বাড়তি উদ্দীপনা অনুভব করছেন জনসন।
গত বছর নভেম্বরে অবসরের ঘোষণা দেয়ার আগ পর্যন্ত জনসন অস্ট্রেলিয়ার হয়ে ৭৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩০টি টি২০ ম্যাচ খেলেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button