রংপুর প্রতিনিধি : পণ্যের গুণগত মান সনদ না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা আল-মদিনা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সীলগালা করার পাশাপাশি অপর একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার বিএসটিআই’র উপ-পরিচালক (মেট্রোললজি) রেজাউল হক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে- খাদ্যদ্রব্যে ভেজাল রোধে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে পণ্যের গুণগত মান সনদ না থাকায় বিএসটিআই আইনে আল-মদিনা ফুড প্রোডাক্টস সীলগালা করার পাশাপাশি নিউ পুষ্টি সুইটস এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। তাকে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।