sliderমতামতশিরোনাম

বিএসএফ-এর বুলেট কেড়ে নিল আরও এক বাংলাদেশির প্রাণ

সীমান্তে আরও এক বাংলাদেশির প্রাণ কেড়ে নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ঘাতক বুলেট। মঙ্গলবার রাত ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের নো ম্যানস লান্ডে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম খায়রুল ইসলাম (৪৮)। তার বাড়ি গোবরাকুড়া গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে গোবরাকুড়া সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার গাছুয়াপাড়ায় বিএসএফের টহল দল খায়রুলকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক সীমান্তে এক ব্যক্তি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button