বিএসএফের ধাওয়া খেয়ে বিজিবির হাতে ধরা পড়ল ৯ জন

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে দুই শিশুসহ ৯ নারী পুরুষ আটক হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল টহলরত অবস্থায় এদেরকে আটক করে।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার জিকারবাড়ি গ্রামের আদান বৈরাগির দুই ছেলে শ্রী অসিম বৈরাগি (২০), শ্রী হৃদয় বৈরাগি (১৯) ও স্ত্রী তাপসী বৈরাগি (৪০), নিখিল বৈরাগির স্ত্রী সঙ্গীতা বৈরাগি (১৯), বাবুল বৈরাগির স্ত্রী তুনু বৈরাগি (২০), ও তার তিন বছর বয়সী শিশু পুত্র রাহুল বৈরাগী, নিখিল বৈরাগির স্ত্রী সন্ধা বৈরাগি (৪০) ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বমোড়া গ্রামের সরজিদ বিশ্বাসের স্ত্রী চম্পা বিশ্বাস (২০) ও তার ২ বছর বয়সী শিশু কন্যা অনুষ্কা বিশ্বাস।
অবৈধ পথে দালালের মাধ্যমো ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ’র ধাওয়া খেয়ে ফেরত এসেছে বলে আটককৃতরা বিজিবিকে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে বিজিবি।
মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে দেখতে পান চাকুলিয়া সীমান্তের ৮৮ নাম্বার মেইন পিলারের কাছ দিয়ে অবৈধ পথে আককৃতরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন সময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফ তাদেরকে আটকের জন্য ধাওয়া করলে তারা পালিয়ে এসে বাংলাদেশে ঢুকে পড়ে। তখন টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।