sliderস্থানীয়

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি : বিএনপি নির্বাচনে জামানত হারানোর ভয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাটুরিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আসন্ন দ্বাদশ নির্বাচনী ইউনিয়ন কেন্দ্র কমিটির নেতাকর্মীদের নিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে বলেছেন আপনারা নির্বাচনে অংশ গ্রহণ করুন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শান্তিপূর্ণ সকল দলকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তারা নির্বাচনে আসতে চায় না। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা অবরোধ করছে। ভাঙচুর করছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সরকার ফিলিস্তিনিদের পক্ষে আছে। তিনি আমাকে বলেছেন তাদের জন্য বড় ধরনের ওষুধ ও স্বাস্থ্য সেবা পাঠাতে। আমরা তার ব্যবস্থা করছি।

জাহিদ মালেক বলেন, আমরা উন্নয়নের রাজনীতি করি। আমরা মানুষের জন্য রাজনীতি করি। আর বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করে। তারা ক্ষমতায় গেলে বোমা হামলা করে। বাংলা ভাই তৈরি করে। বিএনপির সাথে আর জনগণ নাই। তাই তারা আর নির্বাচনে আসতে চায় না। তাই আগামী নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন। আগামী নির্বাচনেই প্রমাণ হয়ে যাবে, কমিউনিটি ক্লিনিক থাকবে কি থাকবে না, বিভিন্ন সামাজিক ভাতা থাকবে কি, থাকবে না।

তিনি আরো বলেন, যে গোষ্ঠী দেশের স্বাধীনতা চায় নাই। সেই রাজাকার, আলবদররাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেই চক্রই আবার ২১ আগস্টে শেখ হাসিনা ওপর গ্রেনেড হামলা চালিয়েছিল।

আগামী নির্বাচনের আগে অনেক কাজ আছে বলে কর্মীদের উদেশে তিনি আরো বলেন, আপনারা আমাদের উন্নয়নের কথা বলবেন জনগণের নিকট। তাদের ভোট কেন্দ্রে আসার জন্য কাজ করবেন। আর দেশের উন্নয়নের স্বার্থে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button