ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে দুই বিঘা জমির কপি ও সরিষা ক্ষেত নষ্ট করে রাতের আধারে এক ইউপি চেয়ারম্যানের ছেলের ক্রয় করা স্তুপকৃত ১০ লাখ টাকা মূল্যের মাটি লুটের চেষ্টার অভিয়োগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে সূয়াপুর দক্ষিণপাড়া গ্রামে বুধবার রাত ১২টার দিকে। তবে বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা ও ইউপি সদস্যের ভাড়া করা ভেকুটি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হালিম এক বছর আগে ১০ লাখ টাকা মূল্যের এক হাজার ট্রাক মাটি ক্রয় করে সুয়াপুর দক্ষিণপাড়া গ্রামের খালি জমিতে
স্তুপ করে রাখেন। গত বুধবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিমুল আহমেদ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেব একটি ভাড়া করা ভেকু নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য প্রভাত মালোর এক বিঘা জমির সরিষা ক্ষেত ও কৃষক সানা সরকারের এক বিঘা জমির ফুল কপি এবং সরিষা ক্ষেত নষ্ট করে স্তুপকৃত মাটি লুট করার চেষ্টা করে। খবর পেয়ে মাটির মালিক আব্দুল হালিম রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি জানান। পরে রাতেই ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মাটি লুটের চেষ্টাকারীরা ভেকু রেখেই পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভুক্তভোগীর অভিযোগের পর বিএনপি নেতা ও ইউপি সদস্যের ভাড়া করা ভেকুটি জব্দ করে উপজেলা প্রশাসন।
ভুক্তভোগী আব্দুল হালিম বলেন, এক বছর আগে খাল খননের মাটি ১০ লাখ টাকায় ক্রয় করে স্তুপ করে রাখা হয়েছিল। ওই মাটি সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিমুল আহমদ ও সুয়াপুর ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল মোতালেব রাতের আধারে ভেকু দিয়ে মাটি লুট করতে যায়। মাটি লুটে বাধা দিলে তারা
আমাকে হত্যার হুমকিও দিয়েছে।
ওই ইউনিয়নের সাবেক সদস্য প্রভাত মালো বলেন, তাকে না জানিয়ে রাতে আধারে তার জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে এক বিঘা জমির সরিষা ক্ষেত নষ্ট করে রাস্তা তৈরি করেছে বিএনপি নেতা শিমুল ও মোতালেব মেম্বার। তাদের ভয়ে কিছু বলতে পারি নাই।
তবে অভিযুক্ত শিমুল আহমদ ও ইউপি সদস্য আব্দুল মোতালেবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফসল নষ্ট করে মাটি লুটের কথা অস্বীকার করে বলেন, শুনেছি সাভার থেকে কে বা কারা ভেকু দিয়ে মাটি লুট করতে আসছিল। তা আমরা প্রতিহত করিতে গিয়েছিলাম।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, সূয়াপুর এলাকায় রাতের আধারে ফসল নষ্ট করে মাটি লুটের ঘটনায় একটি ভেকু জব্দ করা হয়েছে।