sliderস্থানীয়

বিএনপি নেতার দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল

ঝালকাঠি প্রতিনিধি: ঝালোকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের স্থগিত করা দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে নলছিটিতে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বাদুরতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দল আয়োজিত মিছিলে স্থানীয় ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল কবির রানা।

মিছিল ও পথসভা থেকে নাসিম আকনের দলীয় পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button