sliderস্থানীয়

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপি-জামাতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের কয়েকশ নেতাকর্মী। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে প্রথমে একটি মিছিলটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদরের কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, মনিরুজ্জামান মোল্যা, সায়েম হোসেন টিটন, বাকি বিল্লাহ, মনির খান, নুর ইসলাম, গট্টি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুন্নু মাতুব্বর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের দোসররা হরতাল-অবরোধের নামে সারাদেশে তাণ্ডব চালাচ্ছে। দেশের মানুষ তাদের ডাকা হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন থেকে আমরা যুবলীগ আর ঘরে থাকবো না। মাঠে থেকে সন্ত্রাসীদের মোকাবেলা করবো- ইনশাল্লাহ্।

Related Articles

Leave a Reply

Back to top button