
বিএনপি ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।
আজ শুক্রবার সিইসি বলেন, ‘কখনই না, বিএনপি ছাড়া নির্বাচন সফল হয় কীভাবে। বিএনপি, রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান আছে তার। সুতরাং তাকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না—এটা আমরা আগেও বলেছি, এখনো বলি।’
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
সিইসি আশা প্রকাশ করেন, বছরের শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।