বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

মোঃ রায়হান জোমাদ্দার : কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর শুক্রবার জুম্মবাদ ঝালকাঠী কেন্দ্রীয় গোরস্থান মসজিদে ঝালকাঠী জেলা বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মাহেব হোসেন, এ্যাড. মিজানুর রহমান মুবিন,ঝালকাঠি পৌর বিএনপি সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান, সিনি: যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া মোনাজাতে খালেদা জিয়ার জীবন সংকটময় অবস্থা থেকে দ্রুত সুস্থতা কামনা করে তাহার দীর্ঘায়ু এবং জনগণের কল্যাণে পুর্বের ন্যায় কাজ করতে পারে সে প্রার্থনা করা হয়। খালেদা জিয়ার দ্রুত কারা মুক্তি, প্রায়ত রাষ্ট্র পতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতার সাথে নেক হায়াত দরাজ এবং দেশ ও জনগণের কল্যাণে জন্য দোয়া করা হয়।