ঘোষিত কমিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ। আগের কমিটিতে তিনি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।
নতুন কমিটিতে অন্যান্য ভাইস চেয়ারম্যানেরা হলেন- বিচারপতি টিএইচ খান, এম মোর্শেদ খান, হারুন আল রশিদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, মিসেস রাবেয়া চৌধুরী, অধ্যাপক আব্দুল মান্নান, আব্দুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাহাজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহাজাহান, মীর নাছির, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আব্দুস সালাম পিনটু, অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, মোসাদ্দেক আলী ফালু, ড. ওসমান ফারুক, মেজর জেনারেল (অব.) রুহুল আলম, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, আব্দুল আওয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ, শামসুজ্জামান দুদু, এ্যাড আহমেদ আজম খান, এ্যাড জয়নাল আবেদিন, এ্যাড নিতাই রায়, গিয়াস কাদের চৌধুরী, শওকত মাহমুদ।
এদের মধ্যে মোসাদ্দেক আলী ফালু ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন।