মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধি : আজ ১৬ ই মার্চ রোজ বুধবার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানের পাশে সকাল ১১টায় খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি সংসদের আয়োজনে বিএনপির প্রয়াত মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত ভাযাসৈনিক, স্বৈরাচার পতন সংগ্রামের অগ্রনায়ক, ১/১১ এর দেশের ক্রান্তিকালের কান্ডারী খন্দকার দেলোয়ার হোসেন এর ১১ তম বাৎসরিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস,এ, জিন্নাহ কবির, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবদুল হালিম ডাবলু, সহ সভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু, খন্দকার আক্তার হোসেন জগলু, মানিকগঞ্জ জেলার সাবেক আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, জামিলুর রশীদ খান, সাধারণ সম্পাদক এ,এফ,এম নুরতাজ আলম বাহার, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইঁয়া হাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, দপ্তর সম্পাদক আব্দুল জলীল বিশ্বাস সহ মানিকগঞ্জ জেলা বিএনপির ও অংগ সংগঠনের নেতা, কর্মী ও জনগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত মহাসচিব ও সাবেক চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন কর্মজীবন নিয়ে আলোকপাত করেন। সকল নেতা কর্মীকে ভুল বুঝাবুঝি না করে মিলেমিশে দলের কাজ করার জন্য আহবান জানান।
তিনি আরো বলেন, এই আওয়ামী লীগের অধীনে নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। তাই আমাদের দাবি নির্বাচন কালীন সময়ে অবশ্যই তারা পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।
উল্লেখ্য, খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের ১৬ই মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলদপুর) আসনের সংসদ্য ছিলেন এবং সংসদীয় দলের চিফ হুইপ ও ২০০৭ সাল থেকে আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালনও করেছেন।