সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : “৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” ছাত্রদল কর্তৃক দেয়া এই কুখ্যাত স্লোগানই প্রমান করে বিএনপির প্রতিষ্ঠাতারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। এমন মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান ।
শনিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সাভার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ শেষে সাভার সিটি সেন্টারের সামনে এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন ।
ডা: এনামুর রহমান বলেন, সাভারের মাটিতে বিএনপি রাজাকার ও ৭৫ এর খুনিদের কোন ঠাই নেই। আমরা বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর গায়ে একটা আচড়ও লাগাতে দেবো না। আজকে যেভাবে রাজপথে বিক্ষোভ করেছি, সেইভাবে আমরা আমাদের সরকার ও সরকার প্রধানকে পাহারা দেবো। রাজপথের অলিতে গলিতে আমাদের প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দল, সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী দল। আমরা আমাদের কর্মকান্ডের মধ্য দিয়ে তাদের এই অশুভ উক্তির দাঁত ভাঙা জবাব দেবো।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা অতন্দ্র প্রহরীর মত বাংলাদেশকে পাহারা দেবো। আর কোন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি ও বঙ্গবন্ধুর খুনিরা আর যাতে বাংলাদেশের মাটিতে আশ্রয় না পায়। এজন্য আজকের মত যেমন সংঘবদ্ধ হয়ে মিছিল করেছি, তেমনি সাভার আশুলিয়া তথা সারা বাংলাদেশে আমরা প্রস্তুত থাকবো। আজকের মত সংঘবদ্ধের ধারা অব্যাহত থাকলে সাভারের মাটিতে কোন কুচক্রী মহলের জায়গা হবে না, কোন ষড়যন্ত্রকারীর জায়গা হবে না, কোন হত্যাকারীর আর ঠাই হবে না।
এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বিএনপি নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলেন, মনে রাখতে হবে এটা ১৯৭৫ সাল না এটা ২০২২ সাল। এই ধরণের দিবাস্বপ্ন আপনারা দেখবেন না। আপনারা যদি আবারও এই ধরনের স্লোগান দেয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের যুবসমাজ, ছাত্রসমাজসহ এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আপনাদের খুঁজে বের করে উচিৎ শিক্ষা দিবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র হাজী আব্দুল গণি, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সাভারের আশুলিয়ায় থানা আওয়ামীলীগের উদ্যোগে ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে ।
এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়াসহ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।