sliderস্থানীয়

বিএনপির নেত্রী শামা ওবায়েদের পক্ষে ফেনীতে বন্যা দূর্গতদের মাঝে খাবার ও ঔষধ বিতরণ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ আসনের সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের আয়োজনে ফেনী জেলার বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মাঝে খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৫ আগষ্ট) দিনব্যাপী এই খাবার সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।উপজেলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর এর নেতৃত্বে সালথা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর সহযোগিতায় বানভাসি চারশত মানুষেরর মাঝে এই সামগ্রী বিতরন করেন।

এসময় প্রত্যেককে এককেজি চিড়া, এককেজি মুড়ি, দুধ, চিনি, সুপেয় পানি, মোমবাতিসহ আরো অন্যন্য খাদ্য ও কয়েক প্রকার ঔষধ প্রদান করা হয়। বন্যাদূর্গতদের মাঝে এইসব সামগ্রী বিতরণে সহযোগীতায় ছিলেন, সালথা উপজেলা বিএনপি নেতা আব্দুল রব, যুবদল নেতা মিরান হুসাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, যুবদল নেতা মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান শুভ, ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল আলম, সোহাগ হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button