
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার বিকেলে দুই পক্ষ পৌর সদর বাজারে আনন্দ শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচি পালন করে।
এ নিয়ে শহরে আতংক থাকলেও কোন প্রকার অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের ৪ মাস পর এবং দশ বছর পর বৃহস্পতিবার মধ্য রাতে কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সমর্থকদের একচেটিয়া আধিপত্য দেখা যায়। প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষের হাতেগোনা কয়েকজন ওই কমিটিতে স্থান পায়। এ নিয়ে ঝুনু মিয়ার সমর্থকরা বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ওয়াপদার মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে ৫ টার পরে মিছিল ও অবরোধ কর্মসূচি শুরু করে। ঝুনু মিয়ার সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে ওয়াপদার মোড়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ মিছিল থেকে অবৈধ আওয়ামী লীগের, যুবলীগের কমিটি বাতিল করার দাবি জানানো হয়। কমিটিতে আওয়ামী লীগ, যুবলীগের লোকজনকে স্থান দেওয়া হয়েছে। কমিটি বাতিলসহ নানারকম মিছিল দেওয়া হয়
অপরদিকে কমিটিতে স্থান পাওয়া খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা বিকেল ৫টার পরে স্থানীয় চৌরাস্তা থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে ডাকবাংলো সড়কে গিয়ে শেষ হয়। তাদের মিছিল থেকে তারেক জিয়া, খন্দকার নাসিরুল ইসলামকে অভিনন্দন জানানো হয়। ধানের শীষে ভোট চাওয়া হয়।
দুই পক্ষের কর্মসূচি ঘিরে শহরে আতংক থাকলেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানা পুলিশও সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে।
বোয়ালমারী থানার পরিদর্শক) (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, পুলিশ সর্বোচ্চ সর্তকাবস্থায় ছিল। দুই পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে।


