sliderমহানগরশিরোনাম

বিএনপিতে অনুপ্রবেশকারী ঢোকানোর জিরো পারসেন্টও সুযোগ নেই : আমিনুল হক

বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর দলে প্রবেশের জিরো পারসেন্টও সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দলীয় নেতাকর্মীদের দৃঢ় ভাবে সতর্ক করে তিনি বলেন, আপনাদের যাদের হাত ধরে এই অনুপ্রবেশকারীরা সহযোগিতা পাবে, যাদের নামে আমাদের কাছে তথ্য উপাত্তসহ যদি প্রমাণ আসে, তাহলে তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।

আজ সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন শাহ কবির মাজার প্রাঙ্গণে থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভা ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাকে দল থেকে অব্যাহতি দেয়া হলে, আপনি যে গত ১৭ বছর ধরে কষ্ট করেছেন,তা এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। বাংলাদেশে গত দেড় দশক ধরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেটা এক মুহূর্তের জন্য আপনারা ভুলবেন না।

আমিনুল হক বলেন, গত ২৮ অক্টোবর এর পূর্বে ও ২৮ অক্টোবর এর পরবর্তীতে এবং গত ৫ আগষ্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন আর কারা ছিলেন না, আমরা কিন্তু সবাইকে চিনি। আর রাজপথে থেকে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদেরকে দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। আর যারা নামে মাত্র ছিলেন, তাদের দলে কোন স্থান নেই।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

তিনি বলেন, এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে গত ১৭ বছরে আমাদের বহু ভাইদের খুন করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন।

কর্মশালায় ৩১ দফার বিভিন্ন দিকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। উত্তরখান থানা বিএনপি আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য রফিকুল ইসলাম খান (মেম্বার) এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বে), মো. আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যানসহ আরো অনেকে।

এর আগে দুপুরে মিরপুর ১১ নম্বরে পল্লবী থানা ৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধক ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, প্রধান বক্তা মহানগর উত্তর এর সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ।

Related Articles

Leave a Reply

Back to top button