sliderস্থানীয়

বাল্য বিবাহ হত্যা ধর্ষনসহ নারী নির্যাতন প্রতিরোধের ডাক

সংবাদদাতা, মানিকগঞ্জ : ”আমরা সবাইর সোচ্চার, বিশ^ হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দুনিয়ার মতো আমাদের দেশেও সরকারি বেসরকারিভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক কণ্যা শিশু দিবস। তারই ধারাবাহিকতায় উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ১১.০০-২.০০ ঘটিকা পর্যন্ত সংলাপ ও
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংলাপ ও মতবিনিময় সভায় জাতীয় মহিলা সংস্থা সিংগাইর এর চেয়ারম্যান জনাব আনোয়ারা খাতুন এর সভাপতিত্ত্বে বারসিক কর্মকতা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ ডা: অধ্যাপক বেনিমাধব সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর আসর জেলা শাখার সভাপতি অধ্যাপক জগদিশ চন্দ্র মালো,সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতোয়ার রহমান,অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব আব্দুর রউফ,বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়,সাংস্কৃতিক সংগঠক ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শাকিল আহমেদ সনেট, বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার প্রমুখ।


বক্তারা বলেন লিঙ্গ বৈষম্য দূর করে জেন্ডার সমতা ও নারীর স্থাযিত্বশীল ক্ষমতায়নের লক্ষে জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক কণ্যা শিশু দিবসের লক্ষ উদ্দেশ্য আজ কতিপয় বিকৃত নরপশুদের দানবীয় হত্যা ধর্ষণের মতো সহিংসতার কারনে সেটি ভুলিিন্ঠত হচ্ছে। আমরা যারা এখনো সচেতন আছি,এখনো সমাজের সকল মানুষ খারপ হয়ে যায়নি। তাই আমরা এই অপকর্মের রশি টেনে ধরনে চাই। আমরা আজ শপথ করতে চাই আমাদের পরিবার ও সমাজে বাল্য বিবাহ,নারী নির্যাতন,হত্যা ধর্ষনসহ সামাজিক সহিংসতাকে রুখে দিবো,প্রতিবাদ করবো এবং প্রতিরোধের প্রাচীর গড়ে তুলে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নারীবান্ধব সাংস্কৃতিক ও ন্যায্যতার সমাজ বিনির্মান করবোই।

Related Articles

Leave a Reply

Back to top button