sliderস্থানীয়

বালিয়াডাঙ্গীর কালমেঘে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে এ খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় বালিয়াডাঙ্গী বেঙ্গল একাদশ (লিটিল স্টার) টিম ১-০ গোলে ছোট পলাশবাড়ী মিলটেক একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কালমেঘ কাজীবস্তি তরুন ছাত্র সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, গেষ্ট অব অনার বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিরুল ইসলাম (সুমন), উদ্বোধক দওসুও ইউপির সাবেক চেয়ারম্যান মো: আব্দুস সালাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুল্লাহিল বাকী, সহযোগী অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভা কুমার রায়, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অভয় কুমার রায়, স্থানীয এম ওমর হাসনাত, রেজাউল ইসলাম, হাসান আলী, সাইফুল ইসলাম, মাহাবুব হাসান, সুলতান আলী, আকতার হোসেন, রফিকুল ইসলাম, জুলফিকার আলী শাহ্, মশিউর রহমান, আমিরুল ইসলাম, সরিফুল ইসলাম, শওকত উসমান বাবুল, রবিউল ইসলাম রবি, আলমগীর কবির, শাহ্ আলম ক্যাশিয়ারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন মো: দারুল ইসলাম। খেলা চলাকালীন হাজারও দর্শক সমাগম ঘটে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করে।

Related Articles

Leave a Reply

Back to top button