ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৮ নভেম্বর সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস প্রশিক্ষণ মাঠে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:সাজ্জাদ হোসেন সোহেলের সভাপতিত্বে, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: গুলজার রহমান সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নবাগত অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ বিঘা জমিতে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে গম ২০ কেজি, ভূট্টা ২ কেজি, সরিষা ১ কেজি, চিনাবাদাম ১০ কেজি, পেঁয়াজ ১ কেজি, রাসায়নিক সার ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার করে বিনামূল্যে দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে ১১৫৫০ জন কৃষকের মাঝে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।