sliderস্থানীয়

বালিয়াডাঙ্গীতে এসএসসি শিক্ষার্থী বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি: পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন নিয়ে প্রবেশ এবং মোবাইল ফোন দিয়ে অসদুপায় অবলম্বন করার দায়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরার নজরে আসে বিষয়টি। এরপরে তিনি ওই শিক্ষার্থীর মোবাইল জব্দ করে তাকে বহিষ্কারের আদেশ দেন। বহিস্কৃত ওই শিক্ষার্থী উপজেলার লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরা মুঠোফোনে জানান, স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়েছিল ওই শিক্ষার্থী। কেন্দ্র পরিদর্শনের সময় ঘটনা আমার নজরে আসলে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকের বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার বলেন, পরীক্ষা চলার সময় পরীক্ষার সাথে যুক্ত কোন কর্মকর্তা বা কর্মচারির দ্বায়িত্ব অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button