ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ৭টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ । গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে গরুগুলো উদ্ধার করা হয় । এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা হয়েছে। গোপন খবরে পুলিশ জানতে পারে, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচরী গ্রামের রেজাউলের বাড়িতে রাখা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা গরু। এমন খবরে ঐ বাড়িতে অভিযান চালায় পুলিশ । এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রেজাউল পালিয়ে যান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এস,আই) রতন ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পিতাইচরী গ্রামে অভিযান চালায় । পুলিশের অভিযানে রেজাউলের বাড়ি থেকে সাতটি চোরাই গরু উদ্ধার হয় । উদ্ধার হওয়া গরু থানা হেফাজতে রয়েছে । তিনি বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ বাড়ির মালিক রেজাউল পালিয়ে যান । গরুগুলো বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে এনে রেজাউলের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল।
স্থানীয়দের বরাতে তিনি জানান,স্থানীয়দের ধারণা,রেজাউলের নেতৃত্বে একটি চক্র চোরাই গরুগুলো জবাই করে মাংস অন্যত্র নিয়ে বিক্রি করেন এবং লাখ লাখ টাকা হাতিয়ে নেন । বালিয়াডাঙ্গী থানার ওসি আরও জানান, গত ৩০ অক্টোবর বুধবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ী গ্রামের বাসিন্দা কলি পালের গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং চোরাই গরুর সন্ধান পায়। পরে ঐ ৭ গরু উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘গরু চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’