sliderস্থানিয়

বালিয়াডাঙ্গীতে পূজা উপলক্ষে ইউএনও ও রাজনৈতিক নেতৃবৃন্দের পরিদর্শন

মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে এ সময়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সরেজমিনে কাজ করে যাচ্ছেন।

রবিবার ২১ সেপ্টেম্বর বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। তিনি প্রতিটি মণ্ডপে পূজা আয়োজকদের সাথে কথা বলেন এবং পূজা পরিচালনায় কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ করার আহ্বান জানান। এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর টহল, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও জরুরি স্বাস্থ্যসেবা বিষয়েও খোঁজ-খবর নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম ও বিএনপি’র ঠাকুরগাঁও জেলা সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূরনবী পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে সাথে যান। তারা মণ্ডপগুলোতে উপস্থিত হয়ে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন। তাদের ভাষ্য অনুযায়ী, পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি এ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই সকলের দায়িত্ব হলো শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপন নিশ্চিত করা।

স্থানীয়রা জানান,প্রশাসনের সক্রিয় উদ্যোগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক আহ্বানে সাধারণ মানুষ অনেকটা আশ্বস্ত হয়েছেন। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এ বার্তাকে কেন্দ্র করে এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উপজেলা পিআইও কর্মকর্তা সামিয়েল মার্ডি বলেন, “দুর্গোৎসবকে ঘিরে উপজেলা প্রশাসনের পাশাপাশি তথ্য অধিদফতরও জনগণকে সঠিক তথ্য প্রদানে কাজ করছে। কোনো গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে যেনো কেউ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।”

উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, “আমরা চাই পূজা যেনো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।”

রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও জানানো হয়, পূজাকে ঘিরে এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকতে হবে।

সব মিলিয়ে বালিয়াডাঙ্গীতে পূজা উপলক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এ উদ্যোগ এলাকাজুড়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। সাধারণ মানুষ মনে করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button