sliderস্থানীয়

বালিয়াডাঙ্গীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিষ দিয়ে ২টি পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত ২২ অক্টোবর রবিবার রাতে কে বা কাহারা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ হাটপুকুর নামক ২টি পুকুরে বিষয় প্রয়োগ করে। এতে ২টি পুকুরের প্রায় ৫০ মণ মাছ মারা গেছে।
সোমবার (২৩ অক্টোবর) ভোরবেলা মরা মাছগুলো ভেসে উঠলে পুকুরটির ইজারাদার মোতালেব হোসেন বিয়ষটি বুঝতে পারেন। ২৩ অক্টোবর সোমবারের দুপুরের মধ্যে পুকুরের পানিতে থাকা সব মাছ মারা গেছে। কালমেঘ হাটপুকুরের ইজারাদার মোতালেব হোসেন জানান, গেল ৫ বছরের বেশি সময় ধরে আমি পুকুর দুটো ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। গত বছর ছোট পুকুরটিতে কে বা কাহারা বিষ প্রয়োগ করেছিল। গতরাতে বড় পুকুরে বিষ প্রয়োগ করেছে। ভোরবেলা মাছগুলো ভেসে উঠতে থাকলে আমি টের পায়। পরে কিছু মাছ সামান্য দামে বাজারে বিক্রি করেছি। বিষ প্রয়োগের কারণে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার। স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, এলাকার এমনিতেই মাছের ঘাটতি রয়েছে। যদি এভাবে বিষ প্রয়োগ করে দুবৃত্তরা মাছ নিধন করতে থাকে। তাহলে আরও মাছের সংকট পড়বে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button