
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া বেগম রাবেয়া মহিলা কলেজে গতকাল সোমবার নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজ অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নবাগত শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়ার জন্য এই প্রতিষ্ঠান বেছে নেয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান অধ্যক্ষ লোকমান হোসেন। বিজ্ঞান ভিত্তিক ও নৈতিক শিক্ষায় সঠিক পড়াশোনার জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানান, শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীদের সহযোগিতা নিতেও অধ্যক্ষ লোকমান হোসেন নবীনদের পরামর্শ দেন। আয়োজিত অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্য, অভিভাবক সহ এলাকার বিশিষ্টজন অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে সকল নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।