বাবার লাশ কবরে রেখে পরীক্ষা দেয়া সেই পুর্না পেল জিপিএ- ৫

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে, বাবা হারানোর শোক নিয়ে এসএসসি পরীক্ষা দেয়া অবনী নাসরিন পুর্না পেল জিপিএ-৫। ১২ মে রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ৩৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে এর মধ্যে ৩৭৮ জন কৃতকার্য হয়েছেন।এবছর এই স্কুলে পাশের হার ৯৫.২১% তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮০ জন। পুর্নার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষকগণ খুবই আনন্দিত ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়াও পুর্নার পরিবার স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা (কম্পিউটার বিভাগ) সাদিকা সুলতানা বলেন, এমন শোকাবহ বেদনাদায়ক পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিয়েও আমাদের পূর্ণা, যে রেজাল্ট করেছে তাতে আমরা সবাই সন্তুষ্ট এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য সফলতা ও অনেক অনেক উন্নতি কামনা করছি। সে যেন তার পিতার স্বপ্ন পূরণ করতে পারে।
উল্লেখযোগ্য যে, অবনী নাসরিন পুর্না কটিয়াদী পৌর সদরের পশ্চিম পাড়া গ্রামের মুদি দোকানি মোঃ ফজলুর রহমান দুদুমিয়ার মেয়ে। এসএসসি পরীক্ষা চলাকালীন পুর্নার পিতা ফজলুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। সেই সময় তার দ্বিতীয় কন্যা আবনি নাসরিন পুর্না তার বাবার লাশ কবরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আজ জিপিএ ৫ পেল।