
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ২৫ নং ও ৭৭ নং বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চারা বিতরণ করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আহমেদ ইব্রাহীম, ইউপি সচিব রাশেদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসমা আক্তার রোজী, প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়া, রওশনারা সুলতানা ও পরিবেশ কর্মী সুবীর কুমার সরকার।