sliderআন্তর্জাতিক সংবাদ

বাদশাহ’র প্রাসাদে প্রতিবাদের কারণে ১১ সৌদি প্রিন্স গ্রেফতার

সৌদি আরবে বাদশাহ’র প্রাসাদে প্রতিবাদ এবং প্রাসাদ ত্যাগের নির্দেশ অমান্য করায় পুলিশ ১১ প্রিন্সকে গ্রেফতার করেছে। শনিবার স্থানীয় সাবক অনলাইন নিউজকে কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি সরকার প্রিন্সদের বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করতো। বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সরকারের পক্ষ থেকে এসব বিল পরিশোধ বন্ধ করার নির্দেশ দিলে এসব প্রিন্স তার প্রতিবাদ জানায়। এছাড়া তারা হত্যা মামলায় দোষী সাব্যস্ত একজন প্রিন্সের গত বছরের ফাঁসির ক্ষতিপূরণও দাবি করে। সাবক অনলাইন নিউজ।

Related Articles

Leave a Reply

Back to top button