sliderস্থানীয়

বাতেন গংদের হয়রানি থেকে বাঁচতে চায় অসহায় ছিদ্দিকুর রহমান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের অসহায় ছিদ্দিকুর রহমান জেঠাতো ভাই বাতেন গংদের হাত থেকে বাঁচতে চায়। ভুয়া দলিল সৃজন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও সংবাদ সম্মেলনের নামে মিথ্যা তথ্য প্রচার করে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এতে ছিদ্দিকুর রহমান ও তার বড় ভাই ওমর ফারুক সহ সন্তান, ভাতিজারা চরম নিরাপত্তা হীনতায় রয়েছে বলে জানান। বাতেন ভুইয়ার দলিল নং ১৫৫৯,তারিখ ২৭/৩/২০২২ ভুয়া বলে জানান ছিদ্দিকুর রহমান, বিপরীতে তিনি বিজ্ঞ দাউদকান্দি থানা সিনিয়র সহকারী জজ আদালত কুমিল্লায় মামলা করেন যার নং ১৬৬/২২ এবং একই আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন যা ২৬/৪/২০২৩ কার্যকর করেন মাননীয় আদালত। এতে ক্ষিপ্ত হয়ে বাতেন গং প্রাননাশের হুমকি চাঁদাবাজি সহ বিভিন্ন মিথ্যা ও কাল্পনিক প্রসূত তথ্য সাজিয়ে গত ২৪ আগষ্ট বৃহস্পতিবার ছিদ্দিক ও ফারুক গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না করা এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন ছিদ্দিক ভুইয়া গং ।

Related Articles

Leave a Reply

Back to top button