বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে আসছে নোকিয়া ৯!

নোকিয়া ৯ নামের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করতে পারে ফিনল্যান্ড ভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চে নতুন এ হ্যান্ডসেটের তথ্য প্রকাশ পেয়েছে।
গিকবেঞ্চের তালিকাতে নতুন এ স্মার্টফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং ৪ জিবি র‌্যাম দেখা গেছে।
এদিকে, নোকিয়া ৯ স্মার্টফোনের সম্ভাব্য কিছু ছবি অনলাইনে বেরিয়েছে। ফ্রান্ডয়েড নামক ওয়েবসাইটে প্রথম ছবিগুলো দেখা যায়। ফাঁস হওয়া ছবিতে স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেছে। ফোনের ডানপাশে ভলিউম এবং পাওয়ার বাটন আছে।
নোকিয়া ৯ স্মার্টফোনে ১৪৪০*২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৩ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। স্মার্টফোনটির হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। তা ছাড়া ফোনটিতে ইউএসবি টাইপ-সি, অ্যান্ড্রয়েড ৭.১ এবং ৬৪ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ থাকতে পারে। ফোনটির সম্ভাব্য মূল্য ৭০০ মার্কিন ডলার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button