sliderস্থানিয়

বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বাঘা উপজেলার স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে এক প্রাণবন্ত সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩টায় বাঘার আই বাঁধ এলাকায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন বাঘা পদ্মা প্রেসক্লাবের সভাপতি ও সময়ের আলো পত্রিকার বাঘা প্রতিনিধি হাবিল উদ্দিন, নিউ বাঘা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি আবুল হাশেম এবং দৈনিক সুর্যোদয়ের স্টাফ রিপোর্টার কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এবং সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া প্রেসক্লাবের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন ও আল আমিন হোসেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি শাহীন সাগর ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইউএনও শাম্মী আক্তার বলেন, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। এই ক্লাবের সাংবাদিকরা বরেন্দ্র অঞ্চলের মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন। তাদের কাজের মান সত্যিই প্রশংসনীয়।”

সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, “বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা ইতিবাচক সংবাদ উপস্থাপনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করেছেন। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

বাঘা থানার ওসি আসাদুজ্জামান বলেন, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করে আসছেন। তাদের নিরপেক্ষ ভূমিকা পুলিশ প্রশাসনের কাজকে আরও সহজ করে তোলে।”

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, “আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করি।রাজশাহী বরেন্দ্র অঞ্চলের মানুষের কথা তুলে ধরা আমাদের দায়িত্ব। স্থানীয় সাংবাদিকদের এই ভালোবাসা আমাদের অনুপ্রেরণা জোগাবে ভবিষ্যতে আরও নির্ভীকভাবে কাজ করতে।”

অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৌহার্দ্য বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button