sliderস্থানীয়

বাঘাইছড়ি বাসীর স্বাস্থ্য সেবায় এক ধাপ এগিয়ে গেলো হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মত ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের মধ্যদিয়ে এক ধাপ এগিয়ে গেলো হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। ১৪ ডিসেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় ডিজিটাল এক্সরে মেশিনের শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, এসময় ডাঃ মোহাম্মদ আরিফ হোসেন সহ হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি উপজেলার প্রথম ব্যাক্তি মালিকানাধিন ডায়াগনস্টিক সেন্টার হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারটি শুরু থেকেই উপজেলা বাসীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে, আগে থেকেই ইসিজি, আলট্রা সহ নানাবিধ পরীক্ষার করলেও ছিলোনা ভালো মানের এক্সরে ফলে ছোটখাটো কোন সমস্যা হলেই শুধু মাত্র এক্সরে করাতে যেতে হতো ৬৫ কিলোমিটার দূরের খাগড়াছড়ি জেলা সদরে। ফলে সময় ক্ষেপনের পাশাপাশি পোহাতে হত সিমাহীন দূর্ভোগ। মানুষের এই দূর্ভোগ লাগবে প্রায় ১২ লক্ষ টাকা ব্যায়ে এবার বাঘাইছড়িতেই আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করেছে হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। ফলে মানুষের সময় ও টাকার পাশাপাশি দূর্ভোগের দিনও শেষ হতে চলেছে। এখন মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই রিপোর্ট পেয়ে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়ীতে ফিরতে পারছেন উপজেলার দূর্গম অঞ্চলের মানুষেরা।

Related Articles

Leave a Reply

Back to top button