
বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার (এসআই) মোহাম্মদ খাজু মিঞাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সকল পুলিশ সদস্যগন।
১ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি থানার হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন, থানার সকল অফিসার ও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। এসআই খাজু মিঞা বাঘাইছড়ি থানায় তার দীর্ঘ ৭ মাসের বর্ণাঢ্য কর্মজীবন সফলতার সাথে শেষ করে কুমিল্লা জেলা পুলিশে বদলি হয়েছেন। বিদায় সংবর্ধনা শেষে বাঘাইছড়ি থানার পক্ষ থেকে খাজু মিঞার হাতে উপহার সামগ্রী তুলেদেন ওসি শাহাদাৎ হোসেন। এসময় তিনি বলেন এসআই খাজু মিঞা ছিলেন আমাদের একজন বিশস্ত সহকর্মী, বাঘাইছড়ি থানার ৭ মাসের কর্মজীবনে মাদক, নারী শিশু নির্যাতন, যৌতুক বিরোধী, অপরাধী সনাক্ত করে আটক এবং এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা সহ ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিলো প্রশংসনীয়। তার বিদায়ে বাঘাইছড়ি থানা তার একজন চৌকস পুলিশ কর্মকর্তা হারালো আমার বিশ্বাস খাজু মিঞা তার নতুন কর্মস্থলেও একই ভাবে সফলতার ছাপ রেখে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
এদিকে এসআই খাজু মিঞা বিদায় বেলায় বলেন আমি যেখানেই থাকি বাঘাইছড়ি বাসী আমার হৃদয়ে থাকবে ৭ মাসের এই ক্ষণস্থায়ী কর্মজীবনে বাঘাইছড়ি বাসী এবং থানার ওসি স্যার সহ সকল সহকর্মীর কাছ থেকে যে আন্তরিকতা ভালোবাসা সহযোগীতা পেয়েছি তা আমি কখনো ভুলবোনা। পরে খাজু মিঞা সকলের কাছ থেকে দোয়া চেয়ে বাঘাইছড়ি থানা থেকে বিদায় নেয়।