sliderস্থানীয়

বাঘাইছড়ির দূর্গম নিউলংকর এলাকায় বিজিবির সেলাইমেশিন ও ঢেউটিন বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম নিউলংকর এলাকায় স্থানীয় পাহাড়ি গ্রামবাসীদের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ১ মে রবিবার দুপুরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী এর পক্ষে এসব সেলাই মেশিন ও ঢেউটিন বিতরন করেন বিজিবির নিউলংকর ক্যাম্প কমান্ডার। এসময় স্থানীয় মিন্টু চাকমাকে একটি সেলাই মেশিন, বসত ঘর তৈরির জন্য আপন চাকমাকে তিন বান্ডিল ঢেউটিন, বিরবাহু চাকমাকে বেটারিসহ সোলার প্যানেল, অনিল চাকমাকে তিন বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। ২৭ বিজিবি জোন কমান্ডার বলেন বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব বিতরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button