বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠন, যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারে ইয়ুথ গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট।
৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট সিভিক প্লাটফর্ম এর বাঘাইছড়ি উপজেলার কোঅরডিনেটর সাংবাদিক মো: ওমর ফারুক সুমন। এসময় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর রাঙ্গামাটি জেলা সমন্বয়ক ও প্রধান প্রশিক্ষক বিপ্লব চাকমা, মনিটরিং ও রিপোটিং অফিসার রত্নজ্যোতি চাকমা এবং ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমাসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৩০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষণটি গত ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খাগড়াছড়ির দিঘিনালা ও রাঙ্গামাটিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবেশ অনুকূলে না থাকায় নিরাপত্তা জনিত সমস্যার করণে প্রশিক্ষণ কর্মশালা পিছিয়ে দেয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে ২ অক্টোবর।