slider

বাঘাইছড়িতে যুবদলের আলোচনা সভা

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৪ নং ওয়ার্ড পৌর যুবদলের আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ ঘটিকায় বাঘাইছড়ি জেলা পরিষদ বিশ্রামাঘার মাঠে অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের ৪ নং ওয়ার্ডের আহ্বায়ক ওসমান গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীগণ। সভায় পরিচিতি পর্ব শেষে মুল আলোচনায় বিএনপির নেতাকর্মীরা বলেন পাহাড়ের বর্তমান বাস্তবতায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ভূমিকা অপরিসীম কোনভাবে পালিয়ে যাওয়া আওয়ামীলিগের পাতানো ফাঁদে পা দেয়া যাবেনা, দলের সুনাম নষ্ট করা যাবে না সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এলাকায় সকল সম্প্রদায়ের শান্তিপূর্নসহ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এছাড়া সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একত্রিত হয়ে পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে।
সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আনুমানিক ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button