slider
বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও হতদরিদ্র দুস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী নতুন পোশাক বিতরণ করেছে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন। ১০ এপ্রিল বুধবার সকাল ১১ ঘটিকায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সদস্য ও মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল গাফফার সুবেল। এসময় মানুষের জন্য ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণ শেষে আবদুল গাফফার সুবেল বলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আগামীতেও এই ধরা অব্যাহত থাকবে।