বাঘাইছড়ি প্রতিনিধি: তারেক রহমানের নির্দেশনায় রাঙ্গামাটি জেলা ছাত্র দলের তত্বাবধানে বাঘাইছড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলম
শুক্রবার (১১ অক্টোবর) রাতে বাঘাইছড়ি পৌর যুবদল ও বাঘাইছড়ি পৌর এবং কাচালং কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য ইয়াসিন মোল্লা, প্রকাশ সরকার,নূর কবির,পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক কলেজ ছাত্রদলের আহবায়ক নূর কবির সহ অসংখ্য নেতৃবৃন্দ
মন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়ে নাহিদুল আলম বলেন আমি আপনাদের মাঝে এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য তার পাশাপাশি আপনাদের পূজা সফল হোক সার্থক হোক এবং আমরা যাতে সকলে সম্প্রীতির সাম্যের ও মানবিক বাংলাদেশ গড়তে পারি এটাই আমাদের প্রত্যাশা
পরে পুজা উদযাপন কমিটির হাতে নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।